ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

ঈদের কেনাকাটা করা হলো না ডেইজির

মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ২০ মার্চ ২০২৪   আপডেট: ২২:২০, ২০ মার্চ ২০২৪
ঈদের কেনাকাটা করা হলো না ডেইজির

ঈদের কেনাকাটা করতে মোটারসাইকেলে করে স্বামী ও সন্তানের সঙ্গে মাগুরা শহরে যাচ্ছিলেন ডেইজি খাতুন (২৭)। কিন্তু, মার্কেটে পৌঁছানোর আগেই মাগুরা শহরের পাল্লা বেলতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মারা গেলেন তিনি। এ ঘটনায় আহত হয়েছেন ডেইজি’র স্বামী ও শিশু সন্তান। তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে শহরের পাল্লা বেলতলায় ঘটনাটি ঘটে। মারা যাওয়া ডেইজি মোহাম্মদ জাহিদ হোসেনের স্ত্রী।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে একটি মোটরসাইকেলে করে তিনজন মাগুরা শহরে ঈদের কেনাকাটা করতে আসছিলেন। পাল্লা বেলতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অমর প্রসাদ ডেইজিকে মৃত ঘোষণা করেন। আহত বাবা ও শিশু সন্তানকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। মামলার প্রস্তুতি চলছে।

শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়