রাজশাহীতে সাপের কামড়ে ব্যবসায়ীর মৃত্যু
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
রাজশাহীতে সাপের কামড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ জুন) সকাল ৯টার দিকে পবা উপজেলার হরিয়ানে নিজের লিচু বাগানে কাজ করার সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সাপের কামড়ে মারা যাওয়া ব্যক্তির নাম মো. সানাউল্লাহ (৩৫)। তিনি পবা হরিয়ান এলাকার মোসলেম উদ্দিনের ছেলে।
মৃতের পরিবারের সদস্যরা জানান, সানাউল্লাহ সকালে নিজের লিচু বাগানে কাজ করছিলেন। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
কাটাখালী থানার ওসি তৌহিদুর রহমান বলেন, সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হবে।
কেয়া/কেআই