ঢাকা     সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩১

গ্যাসকূপ রক্ষণাবেক্ষণ: সিলেটের আকাশে থাকবে অগ্নিশিখা

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৯, ১৭ জুন ২০২৪  
গ্যাসকূপ রক্ষণাবেক্ষণ: সিলেটের আকাশে থাকবে অগ্নিশিখা

সিলেটের জালালাবাদ গ্যাসক্ষেত্রের লাক্কাতুরায় আগামীকাল মঙ্গলবার (১৮ জুন ) ভোর থেকে গ্যাসকূপ রক্ষণাবেক্ষণ কাজ করবে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানি ‘শেভরন বাংলাদেশ’। এ জন্য মঙ্গলবার ভোর থেকে পরবর্তী ৬০ ঘণ্টা আকাশে ‘ফায়ার ফ্লো’ (অগ্নিশিখা) দেখা যাবে। এ ব্যাপারে আতঙ্কিত না হয়ে ঘটনাস্থলের আশপাশে জনসমাগম পরিহার করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১৬ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ‘শেভরন বাংলাদেশ’ কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়, শেভরন বাংলাদেশের জালালাবাদ গ্যাসফিল্ডের লাক্কাতুরায় নিয়মিত গ্যাসকূপ রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে মঙ্গলবার ভোর থেকে পরবর্তী ৬০ ঘণ্টা অগ্নি–প্রজ্বালনব্যবস্থা চলমান থাকবে। গ্যাসকূপ-সংলগ্ন এলাকার জনগণ ও পরিবেশ নিরাপদ রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে আতঙ্কিত না হয়ে কর্ম-এলাকার আশপাশে জনসমাগম পরিহার করে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে সবাইকে সহযোগিতা করার বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

শেভরন বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শেখ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জনসাধারণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

আরো পড়ুন:

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়