ঢাকা     রোববার   ১২ মে ২০২৪ ||  বৈশাখ ২৯ ১৪৩১

বিজিএমইএ ভবন সিলগালা

নাসির উদ্দিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৬ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিএমইএ ভবন সিলগালা

অর্থনৈতিক প্রতিবেদক : হাতিরঝিলে তৈরি পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ভবন সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ভবনটি সিলগালা করা হয়।

বিজিএমইএ ভবন সিলগালা করার বিষয়টি নিশ্চিত করেছেন রাজউকের প্রধান প্রকৌশলী ও হাতিরঝিল প্রকল্পের পরিচালক রায়হানুল ফেরদৌস।

এর আগে ওই ভবনে থাকা প্রতিষ্ঠানগুলোর আসবাবপত্র সরিয়ে নিতে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময় দেওয়া হয়। এছাড়া ওই ভবনের ইউটিলিটি সংযোগও বিচ্ছিন্ন করা হয়ে।

সংশ্লিষ্টরা ভবন থেকে তাদের আসবাপত্র সরিয়ে নেওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে রাজউক ভবনটি সিলগালা করে দেয়।
 

 

রাইজিংবিডি/ঢাকা/১৬ এপ্রিল ২০১৯/নাসির/শাহেদ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ