ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

‘জিন্স ধোয়ার প্রয়োজন নেই’

মনিরুল হক ফিরোজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৬, ২২ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘জিন্স ধোয়ার প্রয়োজন নেই’

মনিরুল হক ফিরোজ : জিন্সের পোশাক প্রতি সপ্তাহে ধোয়া ও আয়রন করা- আসলে চাট্টিখানি কথা নয়। তাই নিয়মিত জিন্সের পোশাক ধোয়া ও আয়রন করাটা অনেক সময়ই বিরক্তিকর লাগে।

 

কিন্তু জিন্সের প্যান্ট বা শার্ট বছরে একবারও ধোয়ার প্রয়োজন নেই, পাশাপাশি আয়রন করারও প্রয়োজন নেই- এমনটাই জানিয়েছেন বিশ্বখ্যাত জিন্স পোশাক ব্র্যান্ড লেভি’স-এর সিইও এবং প্রেসিডেন্ট চিপ বার্গ।

 

সম্প্রতি ফরচুন ম্যাগাজিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি জানান যে, কেন একটি ভালো ব্র্যান্ডের জিন্স ধোয়া উচিত নয়। তিনি বলেন, ভালো ব্র্যান্ডের জিন্স আসলে খুব একটা ধোয়ার প্রয়োজন পড়ে না। কেননা ধোয়ার ফলে উন্নত জিন্সের ম্যাটারিয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং পাশাপাশি বিষয়টিকে পানির অপচয় বলা যায়।’

 

তিনি জানান, তার জিন্স বছরে সাধারণত একবারও ধোয়ার প্রয়োজন পড়ে না।

 

তাহলে ময়লা হলে পরিস্কার করেন কীভাবে- এই প্রশ্নের জবাবে চিপ বার্গ বলেন, যখন ধোয়ার মতো পরিস্থিতিতে চলে যায়, তখন ওয়াশিং মেশিনের পরিবর্তে ঘরোয়া নিয়মে হাত দিয়ে ধুয়ে নেই। যদিও বছরে সাধারণত ধোয়ার প্রয়োজন পড়ে না।’

 

তিনি বলেন, লেভি’স ব্র্যান্ডের জিন্স এমনই যে, বছরে সাধারণত খুব একটা ধোয়ার প্রয়োজন পড়ে না এবং আয়রনও করতে হয়না। ভালো ব্র্যান্ডের জিন্স যত কম ধোয়া হবে, ততই ভালো থাকবে।’

 

দেখুন: চিপ বার্গ এর সাক্ষাৎকারটি

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৬/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়