ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

লক্ষ্মীপুরে নির্বাচনের ফল ঘোষণার পর পুলিশের গাড়িতে হামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৪, ২৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:২২, ২৯ এপ্রিল ২০২৪
লক্ষ্মীপুরে নির্বাচনের ফল ঘোষণার পর পুলিশের গাড়িতে হামলা

ফাইল ফটো

লক্ষ্মীপুর সদর উপাজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণার পর পরাজিত চেয়ারম্যান প্রার্থী আক্তার হোসেন বোরহান চৌধুরীর সমর্থকরা পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার (২৮ এপ্রিল) ৭ নম্বর ওয়ার্ডের আঁধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় পরাজিত প্রার্থী আক্তার হোসেন বোরহান চৌধুরীর সমর্থক নাজিম উদ্দিন ও বিজয়ী প্রার্থী ওমর ফারুক ইবনে হুছাইন ভুলুকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেওয়ারীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অটোরিকশা প্রতীকে আক্তার হোসেন বোরহান চৌধুরী পেয়েছেন ৬২৩৯ ভোট। অপরদিকে আনারস প্রতীকে ওমর ফারুক ইবনে হুছাইন ভুলু পেয়েছেন ৭৫৪২ ভোট। 

সন্ধ্যায় ইউনিয়নের ১ ও ৭ নম্বর ওয়ার্ডের ফলা ঘোষণা করা হয়। এ সময় কম ভোট পাওয়ায় অটোরিকশা প্রতীকের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে উঠেন। সে সময় তারা দায়িত্বরত পুলিশ ও আনসার সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

হামলায় সহকারী পুলিশ সুপার (রামগতি-সার্কেল) সাইফুল আলমের গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচ রাউন্ড রাবার বুলেট, চার রাউন্ড গ্যাস সেল এবং দুই রাউন্ড সাউন্ড গ্যানেট নিক্ষেপ করে।

লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, ফল ঘোষণার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ইটপাটকেল নিক্ষেপে পুলিশের গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা রাবার বুলেট ছোড়ে পুলিশ৷

জাহাঙ্গীর/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়