হাদিকে গুলি: প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবী আটক
জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ওসমান হাদি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীকে আটক করেছে র্যাব।
এ সময় ফয়সালের সই করা কয়েকটি চেক ও ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মনিকা। তাদের এক শব্দের নাম উল্লেখ করেছে র্যাব।
রবিবার (১৪ ডিসেম্বর) রাতে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘রাজধানী ঢাকা এবং নারায়ণগঞ্জ থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
র্যাব জানায়, হাদিকে গুলি করার আগে ও পরে স্ত্রী সামিয়া, বান্ধবী মারিয়া ও শ্যালক শিপুর সঙ্গে ফয়সালের যোগাযোগ ছিল। প্রযুক্তি বিশ্লেষণ করে পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে।
এদিকে, হাদির গুলির ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকায় নির্বাচনি গণসংযোগের সময় গুলি করা হয় হাদিকে। তিনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে সিঙ্গাপুর নেওয়া হবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ঢাকা/এমআর/রাজীব