বিজয় দিবসে বর্ণাঢ্য সামরিক ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পের আয়োজন
মহান বিজয় দিবসে সামরিক বাহিনী বর্ণাঢ্য ফ্লাইপাস্ট ও প্যারাজাম্পের আয়োজন করেছে।
আগামী ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে এই নৈপুণ্য প্রদর্শন করা হবে।
রবিবার (১৪ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর ভেরিফায়েড ফেসবুক পেজে এই খবর জানিয়ছে।
পোস্টে লেখা হয়েছে, “আগামী ১৬ ডিসেম্বর বেলা ১১টা ২৫ মিনিট থেকে ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী, নৌ বাহিনী ও বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাইটপাস্ট পরিচালনা করবে।”
“এ ছাড়াও সকাল ১১টা ৪০ মিনিট থেকে বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী ৫৪ জন প্যারাট্রুপার স্বাধীনতার ৫৪ বছর উদযাপনে পতাকা নিয়ে প্যারাজাম্প করবেন,” লেখা হয়েছে পোস্টে।
একাত্তরে মহান মুক্তিযুদ্ধে ১৬ ডিসেম্বর গৌরবময় বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্বমানচিত্রে স্বাধীন দেশ হিসেবে জায়গা করে নেয় বাংলাদেশ। বিজয়ের ৫৪ বছরে সামরিক বাহিনী এই কর্মসূচি আয়োজন করেছে।
ঢাকা/রাসেল