দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দিনাজপুরের বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। এর মধ্যে, দুইজনের অবস্থা গুরুতর।
রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কবিরাজহাটে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার ডাঙ্গারহাট গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু সাঈদ (৮) ও ভোগনগর কলকটি গ্রামের ফজলার রহমানের ছেলে আনারুল ইসলাম (৬৫)।
বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘‘সন্ধ্যায় গোলাপগঞ্জ বাজার থেকে ধান বোঝাই একটি ট্রলি কবিরাজহাটে আসছিল। পথিমধ্যে ট্রলির এক্সেল ভেঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানকে ধাক্কা দিয়ে পথচারীদের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে আবু সাঈদ ও আনারুল ইসলাম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতাবস্থায় ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’’
তিনি আরো বলেন, ‘‘দুর্ঘটনার পরপরই ট্রলির চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনাকবলিত যানবাহন ও মরদেহ ২টি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/মোসলেম/রাজীব