ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২১:৩৬, ১৩ ডিসেম্বর ২০২৫
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার তিন জনে পৌঁছেছে। শনিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি তাদের সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে উত্তর-পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা দ্বীপে আঘাত হানা এই দুর্যোগে পাঁচ হাজার ৪০০ জনেরও বেশি আহত হয়েছেন।

মারাত্মক মুষলধারে বৃষ্টিপাত সুমাত্রায় আঘাত হানার সাম্প্রতিকতম ভয়াবহ দুর্যোগগুলোর মধ্যে একটি। ২০০৪ সালে দ্বীপের উত্তর প্রান্তে অবস্থিত আচেহ প্রদেশে সুনামি বিধ্বস্ত করেছিল।

দুর্যোগ সংস্থা জানিয়েছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনো ২১৮ জন নিখোঁজ রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশাল এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় ১২ লাখ বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে। বন্যার্তদের মধ্যে হতাশা বেড়েছে, যারা ত্রাণ তৎপরতার গতি নিয়ে অভিযোগ করেছেন।

অবশ্য প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো শনিবার দাবি করেছেন, পরিস্থিতির উন্নতি হয়েছে, বিচ্ছিন্ন বেশ কয়েকটি এলাকায় এখন উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন।

উত্তর সুমাত্রা প্রদেশের ল্যাংকাট পরিদর্শনের পর প্রাবোও বলেন, “প্রাকৃতিক ও ভৌত পরিস্থিতির কারণে, মাঝে মাঝে কিছুটা বিলম্ব হয়েছে, কিন্তু আমি সমস্ত স্থানান্তর স্থানগুলো পরীক্ষা করে দেখেছি: তাদের অবস্থা ভালো, তাদের জন্য পর্যাপ্ত পরিষেবা এবং খাদ্য সরবরাহ পর্যাপ্ত।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়