ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আনসার-ভিডিপির শ্রদ্ধা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৭, ১৪ ডিসেম্বর ২০২৫  
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি আনসার-ভিডিপির শ্রদ্ধা

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে।

রবিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির সূর্য সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

আরো পড়ুন:

বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করেন।

একই সঙ্গে বাহিনীর সব রেঞ্জ, জেলা ও ইউনিট পর্যায়ে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধগুলোতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ ও অবদানের কথা গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করে বাহিনীর সব সদস্য জাতির ইতিহাসের এই গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে প্রেরণা গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকা/এমআর/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়