ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বীর শহীদ‌দের মাগ‌ফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০২, ১৬ ডিসেম্বর ২০২৫  
বীর শহীদ‌দের মাগ‌ফিরাত কামনায় বায়তুল মোকাররমে বিশেষ দোয়া

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের অংশ হিসেবে মু‌ক্তিযু‌দ্ধের বীর শহীদ‌দের আত্মার শান্তি কামনায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

ইসলা‌মিক ফাউ‌ন্ডেশ‌নের উ‌দ্যো‌গে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) কোরআন খতম দেওয়া হয়। এরপর দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আঃ ছালাম খান। সভাপতিত্ব করেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

আরো পড়ুন:

সভায় অন্যান্যের মধ্যে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মোঃ মহিউদ্দিন, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোঃ আবদুল হামিদ খান, পরিকল্পনা বিভাগের পরিচালক মোঃ বজলুর রশীদসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

মোনাজাতে মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়