ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ত্রিশালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৫  
ত্রিশালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ময়মনসিংহের ত্রিশালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (১৩ ডিসেম্বর) ভোররাতে বাগান এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি গ্যারেজের সামনে বাসটি রাখা ছিল। শনিবার ভোররাতে স্থানীয় এক ব্যক্তি বাসে আগুন দেখতে পেয়ে ৯৯৯-এ কল দেন। পরে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের গ্লাস, সিটসহ অন্যান্য যন্ত্রাংশ পুড়ে গেছে।

আরো পড়ুন:

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, ‘‘ধারণা করছি, নাশকতামূলক অগ্নিকাণ্ড হয়েছে। বাসের মালিককে থানায় মামলা করতে বলা হয়েছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’’

ঢাকা/মিলন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়