ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাদিক কায়েমকে জড়িয়ে বক্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:৫৪, ১৩ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২৩:৫৪, ১৩ ডিসেম্বর ২০২৫
সাদিক কায়েমকে জড়িয়ে বক্তব্যের জন্য রিজভীর দুঃখ প্রকাশ

ইনকিবাল মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় সন্দেহভাজন আসামির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সংশ্লিষ্টতার ভুয়া ভিডিওর সূত্র ধরে বক্তব্য দেওয়ার সমালোচনার মুখে পড়েন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

অবশেষে তিনি তার বক্তব্য থেকে সরে এসেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে রিজভী বলেন, ‍“আরটিভির লোগো ব্যবহার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নামে একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। পাশাপাশি শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় সন্দেহভাজন একজন ব্যক্তির সঙ্গে ডাকসু ভিপির চা পান করার একটি ভিডিওচিত্রও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।”

“পরবর্তীতে জানা যায়, উল্লিখিত দুটি বিষয়ই ছিল ভিত্তিহীন ও এআই-জেনারেটেড। যথাযথ ফ্যাক্ট-চেক না করে এসব বিষয় উল্লেখ করে আজ (১৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি সভায় আমি বক্তব্য রাখি,” বলেন তিনি।

বিবৃতির শেষে রিজভী বলেন, “এই অনিচ্ছাকৃত ভুল বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”

এর আগে রিজভীর বক্তব্যের জন্য দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি হিসেবে রুহুল কবির রিজভীকে দুঃখ প্রকাশ করে দায় মোচনের আহ্বান জানান ভিপি সাদিক কায়েম। তার কয়েক ঘণ্টা পরই রিজভীর বিবৃতি আসে। 

ওসমান হাদিকে শুক্রবার দুপুরে ঢাকায় গুলি করা হয়। মোটরসাইকেলে চলন্ত অবস্থায় রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে সন্ত্রাসীরা। ডিএমপি জানায়, তারা সন্দেহভাজন একজনকে চিহ্নিত করেছে। এই সন্দেহভাজনের পরিচয় নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য ও দাবি আসতে থাকে। ফেসবুকে এআই দিয়ে তৈরি কারসাজি করা বিভিন্ন ফুটেজ ছড়ানো হয়েছে।

হাদির ওপর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এখনো জানা যায়নি। 

ঢাকা/আলী/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়