ঢাকা     মঙ্গলবার   ১৪ মে ২০২৪ ||  বৈশাখ ৩১ ১৪৩১

মাদারীপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার

বেলাল রিজভী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৯, ১৭ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাদারীপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি : ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগে  মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম আকতার হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুর ১টার দিকে মাদারীপুর শহরের বিসিক এলাকায় নিজ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চরকালিকাপুর গ্রামে এলজিইডি অর্থায়নে ৪টি সেতু নির্মাণকাজ নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডি কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় চেয়ারম্যান নজরুল ইসলাম হাওলাদারের।

এ ঘটনায় ওই দিন রাতেই এলজিইডির কর্মকর্তা মিজানুর রহমান বাদী হয়ে সদর থানায় শারীরিক নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ তুলে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে সদর থানা পুলিশ চেয়ারম্যানসহ আরো দুইজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল মোর্শেদ জানান, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে মামলা হওয়ায় কর্তৃপক্ষের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়াও চেয়ারম্যানে দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। 

 

 

 

রাইজিংবিডি/মাদারীপুর/১৭ জানুয়ারি ২০১৭/বেলাল রিজভী/রিশিত

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়