ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে পিঠে ছুরিবিদ্ধ কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৪, ১৪ মে ২০২৪   আপডেট: ০৯:৫৫, ১৪ মে ২০২৪
নড়াইলে পিঠে ছুরিবিদ্ধ কিশোরের মরদেহ উদ্ধার

নড়াইলের লোহাগড়া পৌরসভার সদরের লক্ষীপাশায় ছুরিকাঘাতে ফয়সাল মুন্সী (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। 

সোমবার (১৩ মে) রাত সাড়ে ৯ টার দিকে লক্ষীপাশা এলাকার মারকাজুল মাদরাসার উত্তরপাশের সড়ক থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

নিহত ফয়সাল লোহাগড়া সদর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে পৌরসভার লক্ষীপাশা গ্রামের সাংবাদিক  রুপক মুখার্জির বাড়ির সামনে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় কিশোরের মরদেহ দেখে পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে ঘটনাস্থলে লোহাগড়া থানা পুলিশ কিশোরের মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় উদঘাটন করে পুলিশ। তবে কী কারণে কে বা কারা ফয়সাল মুন্সীকে হত্যা করেছে তা প্রাথমিক পর্যায়ে জানাতে পারেনি পুলিশ।  

এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। 

শরিফুল/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়