ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ময়মনসিংহে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিজয় দিবস

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৯, ১৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ০৯:৩০, ১৬ ডিসেম্বর ২০২১
ময়মনসিংহে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে বিজয় দিবস

ময়মনসিংহে স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল ৭ টায় নগরীর পাটগুদাম ব্রিজ মোড় স্মৃতিস্তম্ভে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রথমে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু।

পরে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, রেঞ্জ ডিআইজি ব্যরিস্টার হারুন অর রশিদ, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার আহমার উজ্জামান, মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত সবাই স্বাধীনতা যুদ্ধে সব শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।  সেই সাথে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে, মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংঘটনের উদ্যোগে দিনভর নানা আয়োজনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

মিলন/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়