ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অসুস্থ হয়ে পড়লে মেকআপ রুমে আটকে রাখত’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ২৮ এপ্রিল ২০২৪   আপডেট: ১৩:৫২, ২৮ এপ্রিল ২০২৪
‘অসুস্থ হয়ে পড়লে মেকআপ রুমে আটকে রাখত’

‘ইয়ে হ্যায় মহাব্বতে’ ধারাবাহিকে অভিনয় করে লাইমলাইটে এসেছিলেন ভারতের ছোট পর্দার অভিনেত্রী কৃষ্ণা মুখার্জি। পরবর্তীতে কাজ করেছেন ‘শুভ সগুন’ নামের আরেকটি ধারাবাহিকে। তবে এই ধারাবাহিকের প্রযোজকের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছেন কৃষ্ণা মুখার্জি।

অভিনেত্রীর অভিযোগ, তাকে মেকআপ রুমে আটকে রাখা হতো, এমনকি পাঁচ মাসের বকেয়া টাকাও দেওয়া হয়নি। এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। 

ইনস্টাগ্রামে কৃষ্ণা জানিয়েছেন, ‘আমি কখনও আমার মনের কথাটা বলার সাহস পাইনি। কিন্তু আজ ঠিক করেছি আর চুপ করে থাকব না। আমি গত দেড় বছর ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আমি একা থাকলেই দুশ্চিন্তায় ভুগছি, আতঙ্কিত হয়ে পড়ছি। অবসাদে ভুগছি। আমি যখন শেষবারের মতো দঙ্গল টিভির জন্য শুভ সগুন ধারাবাহিকে কাজ করছিলাম তখন থেকে শুরু। সেটা আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল।’

তিনি আরও বলেন, ‘প্রযোজক কুন্দন সিং আমায় প্রতিনিয়ত অপমান করতেন। অসুস্থ হয়ে পড়লে মেকআপ রুমে আটকে রাখতেন। ওরা আমায় টাকা দিত না। আমি অসুস্থ ছিলাম বলে কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেই। আমি যখন জামা-কাপড় বদলাতাম তখন তারা এমনভাবে দরজা ধাক্কা দিত মনে হতো যেন ভেঙে ফেলবে।’

কৃষ্ণা আরও জানান, ‘আজ পাঁচ মাস হয়েছে আমি এখনও বকেয়া টাকা পাইনি। অনেকবার দঙ্গল টিভির অফিসে গিয়েছি, প্রযোজকের অফিসে গিয়েছি কিন্তু কেউ সহযোগিতা করেনি। আমার মনে হচ্ছে আমি শেষ হয়ে যাচ্ছি। নিরাপত্তাহীনতায় ভুগছি।’

ইনস্টাগ্রাম কৃষ্ণার এই পোস্টে অনেকেই সহমর্মিতা জানিয়েছেন। তবে অভিযুক্ত প্রযোজক এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি।

/ফিরোজ/

সর্বশেষ

পাঠকপ্রিয়