ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ফেনীতে ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন জয়নাল আবেদীন ফাউন্ডেশন

ফেনী সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৪, ১১ মার্চ ২০২৪  
ফেনীতে ২য় বিভাগ ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন জয়নাল আবেদীন ফাউন্ডেশন

ফেনীতে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ-২০২৪ আসরে চ্যাম্পিয়ন হয়েছে জয়নাল আবেদীন ফাউন্ডেশন। সোমবার (১১ মার্চ) দুপুরে ফেনীর ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ফাইনাল খেলায় ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৬৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দলটি।

খেলার শুরুতে টসে জিতে নির্ধারিত ২৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে জয়নাল আবেদীন ফাউন্ডেশন ১৯২ রান সংগ্রহ করে। ১৯৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি সবকয়টি উইকেট হারিয়ে ২১ ওভার ১ বলে ১২৫ রান করে। জয়নাল আবেদীন ফাউন্ডেশন দল ৬৭ রানের জয় লাভ করে। এর মধ্য দিয়ে প্রথমবার দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগে অংশ নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।

জয়নাল আবেদীন ফাউন্ডেশন দলের মিশু ৭২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। বিকেলে খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফেনী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মো. আব্দুল বাতেন।
ক্রিকেট উপকমিটির সদস্য শরীফুল ইসলাম অপুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাশ, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার।

চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এ সময় মেয়র স্বপন মিয়াজীর অনুরোধে দুই দলকে ১ম বিভাগ ক্রিকেট লীগের খেলার জন্য দলভুক্তের ঘোষণা দেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কেবিএম জাহাঙ্গীর আলম, জেলা যুবলীগের সহসভাপতি জিয়াউল আলম মিস্টার, সাংগঠনিক সম্পাদক ও পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী ফেনী জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির আহ্বায়ক জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট প্রমুখ।

ফেনী জেলা ক্রীড়া সংস্থা সূত্র জানায়, ২০ দলের অংশগ্রহণে গত ১৩ ফেব্রুয়ারি থেকে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে শুরু হয় দ্বিতীয় বিভাগ ক্রিকেট লীগ। চারটি গ্রুপে গ্রুপ পর্ব অনুষ্ঠিত হয়। কোয়ার্টার ফাইনালে অংশ নেয় ৮ দল। সর্বশেষ গত বৃহস্পতিবার সেমিফাইনালে মুখোমুখি হয়ে ফেনী ইয়াং সোসাইটিকে হারিয়ে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি, একাডেমি একাদশকে হারিয়ে জয়নাল আবেদীন ফাউন্ডেশন ফাইনালে ওঠে।
 

সাহাব/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়