ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে

শরীয়তপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ২৯ এপ্রিল ২০২৪   আপডেট: ১১:৩৮, ২৯ এপ্রিল ২০২৪
ফেসবুকে ধর্ম নিয়ে কটূক্তি, যুবক কারাগারে

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জয় রক্ষিত (৪০) নামে এক যুবককে আটক করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

রোববার (২৮ এপ্রিল) শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সঞ্জিত রক্ষিত উপজেলার মহিষার ইউনিয়নের মৃত হরি নারায়ণ রক্ষিতের ছেলে। তিনি সাজনপুর বাজারে স্বর্ণের দোকান পরিচালনা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে সঞ্জিত রক্ষিত তার ফেসবুক আইডি থেকে স্টোরিতে লিখেন ‘সুন্নতে খতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান’।

ওই স্টোরির স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি অবগত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় সঞ্জয়কে আটক করে পুলিশ।

শরীয়তপুর জেলা পুলিশ সুপার মো. মাহবুবুল আলম রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফেসবুক স্টোরি নিয়ে ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, এমন আশঙ্কায় সঞ্জয় রক্ষিতকে ৫৪ ধারায় আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

আকাশ/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়