ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

শেরপুরে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

শেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০০, ১৩ মার্চ ২০২৪  
শেরপুরে রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভোক্তা অধিকারের অভিযান

ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান।

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে শেরপুরের বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৩ মার্চ) সকাল ১১টা থেকে সবজি ও ফলের বাজারে টানা চলছে অভিযান। এসময় একটি প্রতিষ্ঠানকে ৪ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন, শেরপুরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

এসময় সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, রমজানে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়িয়ে বিক্রি করে। রমজানে প্রয়োজনীয় এমন পণ্যগুলোর দাম ঠিক আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পণ্যগুলোর সরবরাহ ঠিক আছে কি না, তাও দেখা হবে। এবিষয়ে সবাইকে সচেতন করা হচ্ছে।

রোজা শুরুর আগের কয়েক দিনে এবার দাম বেড়েছে মসুর ডাল, অ্যাংকর ডাল, মুগডাল, ছোলা, চিনি, সোনালি মুরগি, গরুর মাংস, বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের সবজি, লেবু, শসা, ধনেপাতা ও ফলের দাম। তবে রোজার শুরুতে এমন অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।

তারিকুল/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়