ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

বরিশালে কোটি টাকার অবৈধ জাল জব্দ

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২১ মার্চ ২০২৪   আপডেট: ১৯:৪৯, ২১ মার্চ ২০২৪
বরিশালে কোটি টাকার অবৈধ জাল জব্দ

বরিশালে নদীতে জব্দ করা অবৈধ জাল ধ্বংস করছে প্রশাসন।

বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার তিনটি নদীতে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন মলাদী মৎস্য অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি বলেন, বরিশালের মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার আড়িয়াল খাঁ, নয়া ভাঙ্গনী, মুলাদী পাতার চর নদীতে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, থানা পুলিশ ও র‌্যাব ৮-এর সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটটি পাই জাল, ছয়টি মশারি জাল, ১৬টি চরঘেরা জালসহ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। যা মোবাইল কোর্টের মাধ্যমে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মো. নিজাম উদ্দিন।

অভিযানে মৎস্য অধিদপ্তর মুলাদীর সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম, বাবুগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এম এম পারভেজ, র‌্যাব ৮ বরিশালের ডিএডি মো. আজাদুর রহমান, মুলাদী থানার উপ পরিদর্শক মিঠুন মণ্ডল উপস্থিত ছিলেন।

আরিফুর/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়