ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন ম্যাচ হাতে রেখেই হ্যাটট্রিক শিরোপা পিএসজির 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৫, ২৯ এপ্রিল ২০২৪  
তিন ম্যাচ হাতে রেখেই হ্যাটট্রিক শিরোপা পিএসজির 

ফরাসি লিগ ওয়ানে একচ্ছত্র দাপট দেখিয়েই চলছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখে আরেকটি শিরোপা জিতলো লুইস এনরিকের দল।  তিন ম্যাচ হাতে রেখেই টানা তৃতীয়বারের মতো ফ্রান্সের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়ন হলো পিএসজি।

শিরোপা জয়ের দিনে অবশ্য মাঠে নামতে হয়নি পিএসজিকে। তাদের কাজটা করে দিয়েছে লিগ টেবিলে দুইয়ে থাকা মোনাকো। অলিম্পিক লিওনের বিপক্ষে মোনাকো ৩-২ ব্যবধানে হারতেই টানা তৃতীয় শিরোপা জয়ের সুবাস পায় লিগ ওয়ানের সেরা দলটি।

আরো পড়ুন:

রোববার (২৮ এপ্রিল) লিগ ওয়ানের ম্যাচে উইসাম বেন ইয়েদেরের গোলে ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় মোনাকো।  এরপর ২২তম মিনিটে ফ্রান্সের ফরোয়ার্ড আলেকজান্ডার লাকাজেত সমতা টানার চার মিনিট পর আলজেরিয়ার ফরোয়ার্ড সাইদ বেনরাহমার গোলে এগিয়ে যায় লিওন।

দ্বিতীয়ার্ধের ৬০তম মিনিটে ফরাসি স্ট্রাইকার বেন ইয়েদেরের দ্বিতীয় গোলে ঘুরে দাঁড়ায় মোনাকো। তবে ম্যাচের শেষদিকে আর পারলো না তারা। ৮৪তম মিনিটে বেলজিয়ান ফরোয়ার্ড ফোফানার লক্ষ্যভেদে জয়ের আনন্দে মাঠ ছাড়ে লিওন।

লিওনের জয়ের সঙ্গে সঙ্গে ফ্রান্সের শীর্ষ লিগে টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে যায় পিএসজি। অবশ্য আগের দিনই শিরোপা জিততে পারতো তারা। তবে দুর্বল দল লা হাভ্রের বিপক্ষে ম্যাচটি ড্র করায় অপেক্ষা বাড়ে তাদের। 

এই নিয়ে লিগ ওয়ানে মোট ১২টি শিরোপা জিতল পিএসজি। যার ৩টি সবশেষ ১১ মৌসুমে। চলতি মৌসুমে পিএসজির আরও দুটি টুর্নামেন্ট জয়ের সম্ভাবনা আছে। ফরাসি কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ লিওন। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালেও তারা খেলবে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়