ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

কেরানীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ২৭ মার্চ ২০২৪  
ইজিবাইক চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার ও বন্দর এলাকা হতে ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তারসহ ১৪টি ইজিবাইক ও চুরির কাজে ব্যবহত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে৷

বুধবার (২৭ মার্চ) দুপুরে কেরানীগঞ্জে অবস্থিত র‌্যাব-১০ এর মিডিয়া সেন্টার থেকে এ বিষয়ে নিশ্চিত করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আব্দুল মান্নান (৪০), মো. মাসুদুর রহমান শামীম (৩৫), মো. রাজিব হোসেন (৩৪), মো. ইকবাল হোসেন (৪০) ও আব্দুল হান্নান (৪৫)।

অতিরিক্ত ডিআইজি ও র‌্যাব-১০ এর অধিনায়ক ফরিদ উদ্দিন বলেন, কেরানীগঞ্জের আব্দুল্লাপুর থেকে ঝিলমিল এলাকা পাসপোর্ট অফিসে যাওয়ার কথা বলে শুক্কুরের ইজিবাইকটি ভাড়া নিয়ে মাঝপথেই ইজিবাইক ছিনিয়ে নেয় চোর চক্র৷ শুক্কুরের ইজিবাইকটি ছিনতাইয়ের ঘটনার সূত্রধরে র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে ইজিবাইক চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করে৷ তাদের দেওয়া তথ্য মতে নারায়ণগঞ্জের কুড়িপাড়া ও পিচকামতাল এলাকা থেকে ৯টি ইজিবাইক ও ৫টি স্পেয়ার চাকা উদ্ধার করা হয়৷

তিনি আরও বলেন, এ চক্রটি মূলত গন্তব্যে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করত৷ পরে ভয়-ভীতি দেখিয়ে আবার কখনও চেতনানাশক ঔষধ খাইয়ে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নিয়ে পালিয়ে যেত। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে৷

শিপন/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়