দীপিকার বেবি বাম্পে হাত, চটেছেন নেটিজেনরা
বেগুনি রঙের শাড়ি পরে দাঁড়িয়ে আছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অন্তঃসত্ত্বা দীপিকার বেবি বাম্প স্পষ্ট। তাতে হাত রেখে দাঁড়িয়ে আছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ওরি। ওরির পিঠে হাত রেখে দাঁড়িয়ে দীপিকার স্বামী রণবীর সিং। ওরি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। যা এখন রীতিমতো ভাইরাল। কিন্তু বিষয়টি ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনদের একাংশ।
রণবীর-দীপিকার উজ্জ্বল উপস্থিতি এবং তাদের সাজপোশাকের চেয়েও নেটিজেনদের একাংশের নজর পড়েছে ওরির পোজের দিকে। তাদের কারো কারো প্রশ্ন, ‘ওরি কেন অন্তঃসত্ত্বা দীপিকার বেবি বাম্পে হাত দিয়ে ছবি তুলেছেন?’ কেউ কেউ আবার দীপিকার উপরও বিরক্ত। তাদের প্রশ্ন, ‘আপনিই বা কেন বেবি বাম্পে হাত দেওয়ার অনুমতি দিলেন?’
ইন্ডিয়া টুডে জানিয়েছে, অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের সংগীত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বলিউডের একঝাঁক তারকা। অন্যদের মতো রণবীর সিং ও দীপিকা দম্পতিও যোগ দেন তাতে। এ অনুষ্ঠানেই ছবিটি তোলা হয়।
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর, সারা আলী খান, অনন্যা পান্ডে থেকে সুহানা খান— সকলের খুব কাছের মানুষ ওরহান অবত্রমানি ওরফে ওরি। খুব বেশি দিন হয়নি বলিউড তারকাদের সংস্পর্শে এসেছেন তিনি। এরই মধ্যে বলিপাড়ার এমন তারকা খুঁজে পাওয়া যাবে না, যার কাঁধে হাত রেখে ছবি তুলেননি ওরি।
তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং বিয়ের ৫ বছর পর বাবা-মা হতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে সন্তানের জন্ম দেবেন ৩৭ বছর বয়সি দীপিকা।
ঢাকা/শান্ত