ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

নতুন দলে পুরোনো দায়িত্বে সুজন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ২৩ অক্টোবর ২০২৪  
নতুন দলে পুরোনো দায়িত্বে সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েও লম্বা সময় কোচিংয়ে যুক্ত ছিলেন খালেদ মাহমুদ সুজন। ঢাকা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিয়মিত কোচিংয়ে যুক্ত ছিলেন। তাতে কনফ্লিক্ট অব ইন্টারেস্টের বিষয়টিও সামনে চলে আসে।

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডে পরিবর্তন এসেছে। পুরোনো অনেকেই নেই। খালেদ মাহমুদ সুজন সেই দলে। পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন। এখন কেবল কোচিং নিয়েই আছেন। ঘরোয়া ক্রিকেটের স্বনামধন্য কোচ এবার বিপিএলেও কাজ করবেন। তাকে প্রধান কোচ হিসেবে যুক্ত করেছে ঢাকা ক্যাপিটালস। নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে ঢাকা ক্যাপিটালস এ খবর নিশ্চিত করেছে।

পরবর্তীতে খালেদ মাহমুদ সুজনের সঙ্গে যোগাযোগ করা হলে বলেছেন, ‘বিপিএলে কোন দলে থাকবো সেটা নিয়ে কথা হচ্ছিল। ঢাকা আগে আগ্রহ দেখানোয় মনে হলো এই দলটির সঙ্গেই কাজ করা যায়। দলটির ফ্র্যাঞ্চাইজিতে নতুন মুখ এসেছে। পেশাদারিত্ব দেখাচ্ছে। এটাই তো দলের সফলতার মূলমন্ত্র।’

আরো পড়ুন:

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যেটা হয়, আগেভাগেই অনেক ফ্র্যাঞ্চাইজি দল গুছিয়ে নেয়। এরপর হেড কোচ নিয়োগ দেয়, টিম ম্যানেজমেন্টের পরবর্তী স্টাফদের যুক্ত হয়। এবারও তেমনটাই হয়েছে। ঢাকা ক্যাপিটালসের দল বাছাইয়ে খালেদ মাহমুদের কোনো ইনপুট ছিল না। ফলে যে দল ফ্র্যাঞ্চাইজি বাছাই করেছে সেই দল নিয়েই লড়তে হবে ২২ গজে। সেই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে খালেদ মাহমুদ, ‘এটা তো চ্যালেঞ্জিং অবশ্যই। ক্রিকেট মানেই চ্যালেঞ্জিং। বিপিএল আমাদের ছেলেরা খুব ভালো খেলে। আমাদের লোকাল সংগ্রহ ভালো। ফরেন সিলেকশনও ভালো হয়েছে। এই দলটাকে নিয়ে সবাই আশা করছে। আশা করছি আমরাও সেটা ফিরিয়ে দিতে পারবো।’

বিপিএলে এর আগে ঢাকা ডায়নামাইটসকে চ্যাম্পিয়ন করিয়েছেন খালেদ মাহমুদ। এবার তার শিষ্যরা ঢাকা ক্যাপিটালসকে শিরোপার স্বাদ দিতে পারে কিনা সেটাই দেখার।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়