ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে গুলি করে হত্যা: সন্ত্রাসী সাজ্জাদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ২৩ অক্টোবর ২০২৪   আপডেট: ২০:২২, ২৩ অক্টোবর ২০২৪
চট্টগ্রামে গুলি করে হত্যা: সন্ত্রাসী সাজ্জাদসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

সাজ্জাদ হোসেন

চট্টগ্রাম মহানগরে আফতাব উদ্দিন তাহসিন (২৬) নামের এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় চিহ্নিত সন্ত্রাসী সাজ্জাদ হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও থানায় নিহত ব্যক্তির বাবা মো. মুসা বাদী হয়ে মামলা করেন। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মো.তারেক আজিজ এর সত্যতা নিশ্চিত করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, সাজ্জাদের সহযোগী মো. হাসান, মোহাম্মদ, খোরশেদ ওরফে খালাত ভাই খোরশেদ ও মো. হেলাল।  

আরো পড়ুন:

পুলিশ জানায়, আফতাব উদ্দিন তাহসিন হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।  

নিহত আফতাব ইট, বালুর ব্যবসা করতেন। আফতাব তাঁর ব্যবসার জন্য আনা বালু ও ইট নগরীর চান্দগাঁও থানার শমসের পাড়ার উদুপাড়া এলাকায় মজুদ রাখতেন। 

গত ২১ অক্টোবর বিকেল সোয়া ৪টার দিকে মজুদের জন্য এক ট্রাক বালু আনা হয়। এ কারণে আফতাব সেখানে যান। এই সময় একটি মাইক্রোবাসে এসে সন্ত্রাসীরা আফতারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে নির্বিঘ্নে চলে যায়।  

রেজাউল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়