তিস্তা সংরক্ষণ ও ব্যবস্থাপনা: বাংলাদেশে আসবে ভারতের কারিগরি দল
ফাইল ফটো
বাংলাদেশে তিস্তা নদী সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য ভারতীয় কারিগরি দল শিগগিরই বাংলাদেশ সফর করবে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (২২ জুন) ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।
শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে দুই দেশের মধ্যে ১০টি চুক্তির সই হয়।
নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২১ জুন নয়াদিল্লি সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপির নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকারপ্রধানের এটিই প্রথম দ্বিপাক্ষিক সফর।
পারভেজ/রফিক