ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচে কে জিতবে, ভবিষ্যদ্বাণী ভার্চুয়াল জ্যোতিষীর

প্রকাশিত: ২১:১২, ৫ ডিসেম্বর ২০২২   আপডেট: ২৩:২২, ৫ ডিসেম্বর ২০২২
ব্রাজিল-দক্ষিণ কোরিয়া ম্যাচে কে জিতবে, ভবিষ্যদ্বাণী ভার্চুয়াল জ্যোতিষীর

কাতার বিশ্বকাপে আজ রাত ১টায় (বাংলাদেশ সময়) মাঠে নামবে এশীয় শক্তি দক্ষিণ কোরিয়া। প্রতিপক্ষ ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন প্রবল শক্তিশালী দেশ ব্রাজিল। নকআউট রাউন্ডের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে কাতারের স্টেডিয়াম ৯৭৪-এ।

বিশ্বকাপের ইতিহাসে এশিয়ার মধ্যে দক্ষিণ কোরিয়া একমাত্র দেশ, যারা সেমিফাইনালে পৌঁছেছিল। ২০০২ সালের বিশ্বকাপে দেশটি সেমিফাইনালে খেলেছে।

তবে ২০১০ সালের পর এবারই প্রথম নকআউট রাউন্ডে উঠেছে দক্ষিণ কোরিয়া। অপরদিকে ব্রাজিল গত ৭টি বিশ্বকাপের প্রতিটিতেই নকআউট রাউন্ড জয়ী দল। সর্বশেষ ১৯৯০ সালে নকআউট রাউন্ডে হেরেছিল ব্রাজিল। তারপর থেকে ৩৬ বছরে সাতটি বিশ্বকাপ খেলে প্রত্যেকবার ব্রাজিল নকআউট রাউন্ড জয় করেছে। 

ব্রাজিলের সাফল্যের এই ধারাবাহিকতা কাতার বিশ্বকাপের নকআউট রাউন্ডে অব্যাহত থাকবে? নাকি অঘটন ঘটিয়ে দক্ষিণ কোরিয়া কোয়ার্টার ফাইলে যাবে, তা জানতে উন্মুখ সবাই। এদিকে এই ম্যাচ নিয়ে ইতিমধ্যে ভবিষ্যদ্বাণী দিয়েছে আলোচিত ভার্চুয়াল জ্যোতিষী কাশেফ।

কাশেফ বলছে, আজ রাত একটার ম্যাচে দক্ষিণ কোরিয়ার অঘটন ঘটানোর সম্ভাবনা কম। তার হিসাবে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৭৭ শতাংশ। দক্ষিণ কোরিয়ার জয়ের সম্ভাবনা মাত্র ২৩ শতাংশ।

এদিকে আজ রাত ৯টায় নকআউট রাউন্ডের আরেকটি ম্যাচে কাতারের আল জানৌব স্টেডিয়াম ইতিমধ্যে মাঠে নেমেছে অপর এক এশীয় শক্তি জাপান। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। এই ম্যাচ নিয়ে কাশেফের ভবিষ্যদ্বাণী—ক্রোয়েশিয়া জিতবে। কাশেফের হিসাবে এই খেলায় ক্রোয়েশিয়ার জেতার সম্ভাবনা ৬২ শতাংশ। আর জাপানের ৩৮ শতাংশ।

কাশেফ হলো, কাতারভিত্তিক গণমাধ্যম আল–জাজিরার তৈরি কৃত্রিম বৃদ্ধিমত্তা প্রযুক্তির রোবট প্রোগ্রাম। এবারের বিশ্বকাপের শুরু থেকেই প্রতিটি ম্যাচের আগাম ফলাফল অনুমান করে আসছে কাশেফ। এই ভার্চ্যুয়াল জ্যোতিষী বিশ্বকাপে অংশ প্রতিটি দলের খেলার ধরন, খেলোয়াড়দের দক্ষতা, অভিজ্ঞতাসহ খেলার জয়-পরাজয়ের ইতিহাস পর্যালোচনা করে ভবিষ্যদ্বাণী করে।

রোবটিক প্রোগ্রাম কাশেফ বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত ৫২ ম্যাচের প্রতিটিতেই ভবিষ্যদ্বাণী করেছে। কাশেফের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার হার ৬৭। এছাড়া গত দুই দিনে নকআউট রাউন্ডের চারটি ম্যাচের মাঠের ফলাফল ১০০ শতাংশ মিলেছে কাশেফের ভবিষ্যদ্বাণীর সঙ্গে।

/ফিরোজ/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়