ঢাকা     শনিবার   ০৯ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২৫ ১৪৩১

বছরের প্রথম চন্দ্রগ্রহণ ২৫ মার্চ

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ৪ মার্চ ২০২৪  
বছরের প্রথম চন্দ্রগ্রহণ ২৫ মার্চ

আগামী ২৫ মার্চ এ বছরের প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে। ওইদিন সকাল ১০টা ২৩ মিনিটে শুরু হবে গ্রহণ। চলবে বিকেল ৩টা ২ মিনিট পর্যন্ত।

ভারতের পাশাপাশি, আমেরিকা, জাপান, রাশিয়া, আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্পেন এবং অন্যান্য স্থান থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। এছাড়া বাংলাদেশ থেকেও এই চন্দ্রগ্রহণের দেখা মিলতে পারে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, আগামী ২৫ মার্চ চন্দ্রগ্রহণটি খালি চোখে দেখা যাবে না।

প্রসঙ্গত, নিজের কক্ষপথে চলার সময় যখন চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় সূর্যের সঙ্গে অবস্থান করে, তখন সূর্য আর চাঁদের মাঝে চলে আসে পৃথিবী। এর ফলে পৃথিবীর ছায়া চাঁদে পড়ে। আর সেই মহাজাগতিক ঘটনাকেই চন্দ্রগ্রহণ বলা হয়।

/এসবি/


সর্বশেষ

পাঠকপ্রিয়