ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রথমার্ধেই আর্জেন্টিনা ২ গোলে এগিয়ে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:৩৯, ২ জুন ২০২২   আপডেট: ০৬:৪৬, ২ জুন ২০২২
প্রথমার্ধেই আর্জেন্টিনা ২ গোলে এগিয়ে

গোলের পর আর্জেন্টিনার খেলোয়াড়দের উল্লাস

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালিসিমায় মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ইতালি। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। লাওতারো মার্টিনেজ ও অ্যাঙ্গেল ডি মারিয়ার গোলে ২-০ ব্যবধানে এগিয়ে আছে আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই হাই প্রেসিং ফুটবল খেলতে শুরু করে উভয় দল। অবশ্য বল দখল ও আক্রমণের দিক দিয়ে এগিয়ে ছিল আর্জেন্টিনা। সেটার সুফলও তারা পেয়ে যায় ২৮ মিনিটে। এ সময় বামদিক দিয়ে ইতালির রক্ষণভাগের খেলোয়াড়কে পরাস্ত করে বক্সে ঢুকে মেসি বল বাড়িয়ে দেন লাওতারো মার্টিনেজকে। লাওতারো খুব কাছ থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান।

এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৫+১) ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া। এ সময় পেছন থেকে লাওতারো তাকে বল বাড়িয়ে দেন। লিওনার্দো বোনুচ্চিকে পেছনে ফেলে বক্সে ঢুকে সেটার নিয়ন্ত্রণ নেন ডি মারিয়া। এরপর ইতালির গোলরক্ষক ইমিলিয়ানো মার্টিনেজের মাথার ওপর দিয়ে ট্যাব করে বল জালে জড়ান। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

এখন দেখার বিষয় বিরতির পর ইতালি সমতায় ফেরে নাকি আর্জেন্টিনা ব্যবধান আরও বাড়ায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়