ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

২০ জুন রিয়ালে আসবেন রুডিগার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ৩ জুন ২০২২   আপডেট: ২০:১৭, ৩ জুন ২০২২
২০ জুন রিয়ালে আসবেন রুডিগার

অ্যান্তনিও রুডিগার

চার বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন সেন্টার ব্যাক অ্যান্তনিও রুডিগার। আগামী ২০ জুন ৬ ‍ফুট ২ ইঞ্চি উচ্চতার এই জার্মান তারকাকে দর্শকদের সামনে উপস্থাপন করবে রিয়াল।

চেলসির সঙ্গে তার পাঁচ বছর মেয়াদী বর্তমান চুক্তির মেয়াদ ৩০ জুন শেষ হবে। এরপর তিনি বিনা দল-বদল ফিতে রিয়ালে যোগ দিবেন। গেল বছর একইভাবে বায়ার্ন মিউনিখ থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন ডেভিড আলবা।

আগেই রুডিগারকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছিল রিয়াল।

মূলত কার্লো আনচেলোত্তি তার স্কোয়াডকে আরও শক্তিশালী করতে রুডিগারকে দলে ভেড়াতে চেয়েছিলেন। সেই প্রচেষ্টায় তিনি সফল হয়েছেন। অনেকদিন থেকেই তাকে টার্গেটে রেখেছিল রিয়াল।

তবে রুডিগার যে পজিশনে খেলেন সেখানে ইতোমধ্যে নিজেদের প্রমাণ করেছেন ডেভিড আলবা ও এদার মিলিতাও।  এখন দেখার বিষয় তাদের হঁটিয়ে কিভাবে সেরা একাদশে নিজের জায়গা পোক্ত করেন জার্মান এই তারকা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়