ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোস্টারিকা এগিয়ে গেছে জানলে হার্ট অ্যাটাক করতেন এনরিকে!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২ ডিসেম্বর ২০২২   আপডেট: ১০:১০, ২ ডিসেম্বর ২০২২
কোস্টারিকা এগিয়ে গেছে জানলে হার্ট অ্যাটাক করতেন এনরিকে!

কোস্টারিকাকে গোলবন্যায় ভাসিয়ে দেওয়ার পর জার্মানির সঙ্গে ড্র। গ্রুপের শেষ ম্যাচে জাপানের কাছে হার। তারপরও কাতার বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে স্পেন। এই সাফল্য অর্জন করলেও হারে হতাশ কোচ লুইস এনরিকে। উদযাপন করার মতো কিছু নেই মনে করেন তিনি।

বৃহস্পতিবার খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে জাপানের কাছে ২-১ গোলে হেরে ‘ই’ গ্রুপের রানার্সআপ হয়েছে স্পেন। ম্যাচ শেষে এনরিকের ক্ষুব্ধ প্রতিক্রিয়া, ‘ফুটবলে এটা আপনার প্রাপ্য হতেও পারে কিংবা নাও হতে পারে। আমাদের এটা প্রাপ্য নয়। আমি একদমই খুশি না। আমি শীর্ষে থাকতে ও জিততে পছন্দ করি। কিন্তু পাঁচ মিনিটের মধ্যে জাপান দুটি গোল করলো, আমরা এলোমেলো ছিলাম।’

খেলোয়াড়দের দ্বিতীয়ার্ধে সতর্ক করেছিলেন কোচ, ‘আমরা প্রথমার্ধে কোনও বিপদের মধ্যে পড়িনি, বিরতির সময় আমি তাদের বলেছিলাম সতর্ক থেকো কারণ তাদের হারানোর কিছু নেই। আমরা ধসে পড়লাম, তারা দুটি গোল করলো। আমি হার উদযাপন করি না কখনও, তাই আমাদের উদযাপন করার কিছু নেই। আমরা নকআউটে উঠেছি কিন্তু আমার উদযাপন করার কিছু নেই।’

একই সময়ে জার্মানি ও কোস্টারিকা মুখোমুখি হয়েছিল। দ্বিতীয়ার্ধে তৃতীয় মিনিটে কোস্টারিকা ২-১ গোলে এগিয়ে যাওয়ায় স্প্যানিশদের বাদ পড়ার শঙ্কা জেগেছিল। শেষ পর্যন্ত জার্মানরা ৪-২ গোলে জেতায় বেঁচে যায় ২০১০ সালের চ্যাম্পিয়নরা। কোস্টারিকা জিতে গেলে এই হারে স্পেনকে বিদায় নিতে হতো।

গ্রুপের অন্য ম্যাচে কী হচ্ছিল, খোঁজ খবর রাখছিলেন না এনরিকে। বাদ পড়ার আশঙ্কা জেগেছিল, সংবাদ সম্মেলনে তাকে জানাতেই তিনি বললেন, ‘তিন মিনিটের জন্য আমরা ছিটকে গিয়েছিলাম? অন্য ম্যাচে আমি তাকাইনি, কখন এটা হলো? আমি জানি না। আমি খুশি নই কারণ আমরা জাপানের কাছে হেরেছি। যদি আমি জানতাম (স্পেন বাদ পড়তে বসেছিল), তাহলে হার্ট অ্যাটাক হতো আমার।’

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়