ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোনো বাজে শট খেলত তাহলে প্রশ্ন আসতে পারত, মুশফিকের আউট নিয়ে তুষার

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:৩১, ২৭ জানুয়ারি ২০২৩
কোনো বাজে শট খেলত তাহলে প্রশ্ন আসতে পারত, মুশফিকের আউট নিয়ে তুষার

টানা দুই ম‌্যাচে গোল্ডেন ডাক। টি-টোয়েন্টি ক‌্যারিয়ারে মুশফিকুর রহিমকে এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়নি কখনোই। অথচ চলতি বিপিএলে অফফর্মে থাকা মুশফিককে এমন দিনটিও দেখতে হয়েছে। ঢাকায় ফরচুন বরিশালের বিপক্ষে পেসার মোহাম্মদ ওয়াসিমের ভেতরে ঢোকানো বলে এলবিডব্লিউ হন।

শুক্রবার সিলেটে রংপুর রাইডার্সের পেসার আজমতউল্লাহ উমারঝাইয়ের প্রায় একই ধরণের বলে বোল্ড হয়ে ফেরেন ড্রেসিংরুমে। দুটি আউটেই ফুটে উঠেছে মুশফিকের ইনসুইং বলের দূর্বলতা। বোঝাই যাচ্ছিল পরিকল্পনা করেই আউট করেছেন বোলাররা।

মুশফিকের উইকেট নেওয়া আজমতউল্লাহ নিজের পরিকল্পনার কথাই বললেন, ‘টিম মিটিংয়ে এটা বলা হয়েছিল, মুশফিক যখনই আসবে তাকে বল ভেতরে ঢুকাতে হবে প্রথমে। স্টাম্প টু স্টাম্প করতে হবে। আমারও ইচ্ছে ছিল ভালো জায়গায় ফেলে বল ভেতরে ঢুকাবো। যে পরিকল্পনা ছিল, সাফল্য পেয়েছি।’

রংপুর নিজেদের পরিকল্পনায় সফল হয়ে শুরুতেই পেয়ে যায় মুশফিকের উইকেট। তাতে সিলেট শুরুতেই চলে যায় ব‌্যাকফুটে। ব‌্যাটিংয়ে আজ দিনটা সিলেটের ছিল না। টস হেরে ব‌্যাটিং করতে নেমে ১৮ রানে তারা হারায় ৭ উইকেট। মুশফিক, তৌহিদ, শান্ত, জাকির প্রত‌্যেকেই ব‌্যর্থ হয়েছে। বাকিদের চেয়ে মুশফিকের ওপর প্রত‌্যাশা ছিল বেশি। কিন্তু ডানহাতি ব‌্যাটসম‌্যান টানা দুই ম‌্যাচে ব‌্যর্থ। সঙ্গে শেষ ৫ ম‌্যাচে তার ব‌্যাটে রান খরা। দুটি গোল্ডেন ডাকের আগে মুশফিকের ব‌্যাট থেকে আসে ৬, ২৭ ও ১৬ রান।

অনুশীলনে কোনো কমতি নেই। সবার আগে অনুশীলনে এসে ব‌্যাটিংয়ে নিজেকে রোজ ঝালিয়ে নেন এ ব‌্যটাসম‌্যান। গতকাল সিলেট স্ট্রাইকার্সের অনুশীলন ছিল দুপুর ১২টায়। সকাল ১১টায় মাঠে হাজির হয়ে থ্রো ডাউন খেলেছেন ঘন্টখানেক। এরপর দলের অনুশীলনে যোগ দিয়ে আবার নেটে সময় দিয়েছেন।

শুধু গতকালই নয়, দলের অনুশীলনের বাইরে নিজের ব‌্যক্তিগত অনুশীলন নিয়ে বেশ সিরিয়াস এ ব‌্যাটসম‌্যান। তাইতো সিলেট স্ট্রাইকার্সের ব‌্যাটিং পরামর্শক তুষার ইমরানের বিশ্বাস, মুশফিক দ্রুতই ফিরবেন স্বরূপে। শুক্রবার রংপুরের কাছে ৬ উইকেটে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন তুষার ইমরান। সেখানে মুশফিকের সাম্প্রতিক সময়ের পারফরম‌্যান্স নিয়ে উঠে প্রশ্ন।

জবাবে তুষার তার এক সময়কার সতীর্থর পাশেই দাঁড়িয়েছেন, ‘মুশফিক চেষ্টা করে যাচ্ছে। জানেন তো মুশফিক সব সময়...যদি রান না করে তারপরও তার হাঙ্গারনেসটা সব সময় থাকে। সে আগে থেকে মাঠে আসে। আগে থেকে অনুশীলনে আসে সব জায়গায়। সে তার মতো করে চেষ্টা করে যাচ্ছে। আশা করছি কুইক রানে ফিরবে সামনের ম‌্যাচ থেকে।’

সঙ্গে যোগ করেছেন, ‘প্রথম বলে আউট হয়ে গেলে কোনো দোষ দিতে পারবেন না। আমার মনে পড়ে, মুশফিক এই দ্বিতীয়বার টি-টোয়েন্টি ম‌্যাচের প্রথম বলে আউট হয়ে গেছে। তাই কোনো দোষ দিতে পারবেন না। কোনো বাজে শট খেলতো তাহলে প্রশ্ন আসতে পারতো। মুশফিক যদি সেট হয়ে যায় তাহলে মুশফিকের রূপে মুশফিককে দেখতে পারবেন।’

ব‌্যাটসম‌্যানদের বাজে দিনে ৯২ রানে গুটিয়ে যায় সিলেট। উইকেট মূল‌্যায়ন করতে পারেনি বলে ব‌্যাটসম‌্যানরা ব‌্যর্থ হয়েছেন বলে মনে করেন তিনি,‘উইকেট মূল‌্যায়ন করতে সময় লেগেছে। তবে তারা খুবই ভালো বোলিং করেছে। মুশফিকের বলটা বেশি ভালো হয়েছে বলে আউট হয়ে গেছে। এছাড়া আমরা শেষ তিন ম‌্যাচে আমাদের ওপরের ব‌্যাটিংয়ে স্ট্রাগল করছি। এখান থেকে অামাদের কাটিয়ে উঠতে হবে।’

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়