ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

দানি আলভেস দোষী প্রমাণিত, সাড়ে চার বছরের কারাদণ্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২২, ২২ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৯:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৪
দানি আলভেস দোষী প্রমাণিত, সাড়ে চার বছরের কারাদণ্ড

নৈশক্লাবে এক তরুণীকে ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল দানি আলভেস। আজ বৃহস্পতিবার বার্সেলোনার একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে এবং তিনজন নিয়ে গঠিত বিচারক প্যানেল তাকে ৪ বছর ৬ মাসের জন্য কারাদণ্ড দেয়।

তবে তাকে দেওয়া এই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকবে।

গেল তিনদিন ধরে এই মামলার রায়ের শুনানি চলছিল। সেখানে বার বার নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন ৪০ বছর বয়সী আলভেস।

আদালত এ বিষয়ে নিশ্চিত হয়েছে যে, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সকালে বার্সেলোনার একটি নৈশক্লাবে ওই তরুণীকে বাথরুমে ধর্ষণ করেন সাবেক বার্সেলোনা তারকা। দোষী প্রমাণিত হওয়ায় ব্রাজিলিয়ান এই ফুটবলারকে রাষ্ট্রীয় প্রসিকিউটর ৯ বছর কারাদণ্ড দেওয়ার কথা বলেন। অন্যান্য আইনজীবীরা ১২ বছরের কথা বলেন। পাশাপাশি ধর্ষণের শিকার হওয়া তরুণীর জন্য ৫৪ হাজার ডলার ক্ষতিপূরণ দাবি করে। সেটা না দিলে কারাদণ্ড আরও এক বছর বাড়ানো হবে। শেষ পর্যন্ত তাকে সাড়ে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়।

অবশ্য আলভেস ২০২৩ সালের ২০ জানুয়ারি থেকে কারাগারে আছেন। তিনি একাধিকবার জামিন চেয়েও পাননি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়