ঢাকা     শনিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

শাকিব খানের পিক ও অন্যান্য খবরাখবর

শাকিব খানের পিক ও অন্যান্য খবরাখবর

শাকিব খান বাংলাদেশের একজন জনপ্রিয় চলচিত্র অভিনেতা। অনন্ত ভালোবাসা দিয়ে ক্যারিয়ার শুরু করা শাকিব গণমাধ্যমে কিং খান, সুপারস্টার ও ঢালিউড কিং ইত্যাদি নামে পরিচিত। শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ গোপালগঞ্জ জেলায় জন্ম নেন। বর্তমানে তিনি বাংলাদেশ চলচিত্রের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তার অভিনীত সিনেমা গুলোর মধ্যে সুভা, আমার প্রাণের স্বামী, প্রিয়া আমার প্রিয়া, ও বলবো কথা বাসর ঘরে, আদরের জামাই, ডন নাম্বার ওয়ান, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, শিকারি, নবাব, রাজনীতি, চালবাজ, ভাইজান এলো রে, নাকাব অন্যতম। ২০১১ সালে মনের জ্বালা চলচ্চিত্রে তিনি প্রথমবারে মতো তিনি নেপথ্য সঙ্গীতশিল্পী হিসাবে গানে কন্ঠ দেন। ২০১৪ সালে তিনি হিরো: দ্যা সুপার স্টার চলচ্চিত্র দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন এবং পরবর্তীকালে পাসওয়ার্ড,বীর ও প্রিয়তমা চলচ্চিত্র প্রযোজনা করেন।