বেগম খালেদা জিয়ার প্রস্থান: তারকাদের শোক
ছবির কোলাজ
সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে পরপারে পাড়ি জমালেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমেছে। দল-মত নির্বিশেষে সকলে শোক প্রকাশ করছেন। শোবিজ অঙ্গনের তারকারাও ব্যতিক্রম নন। সোশ্যাল মিডিয়ার পাতায় তারাও শোকগাথা প্রকাশ করছেন।
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান বেগম খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করে লেখেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। তার রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।”
ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাস তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, রাস্তায় জলাবদ্ধতা তৈরি হওয়ায় রিকশায় যাচ্ছেন বেগম খালেদা জিয়া। রিকশার দুই পাশে হাঁটছেন নেতা-কর্মীরা। ছবিটির ক্যাপশনে এই নায়িকা লেখেন, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই চিরবিদায় যেন মহাকালের সাক্ষী হয়ে রইল। একজন মহিয়সী নারীর প্রস্থান যেন যুগে যুগে বাংলাদেশের মানুষের হৃদয় লেখা থাকবে। বিনম্র শ্রদ্ধা।”
চিত্রনায়িকা শবনম বুবলী প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি ফটো কার্ড ফেসবুকে পোস্ট করে লেখেন, “বেগম খালেদা জিয়া! বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। আমিন।”
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ বেগম খালেদা জিয়ার একটি ছবি পোস্ট করে শোক জ্ঞাপন করেছেন। এ অভিনেতা লেখেন, “বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।”
দুই পর্দার আলোচিত অভিনেত্রী আশনা হাবিব ভাবনাও শোক প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছেন। এ অভিনেত্রী লেখেন, “বেগম খালেদা জিয়া। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী আজ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুক।”
ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার বেগম খালেদা জিয়ার ফটো কার্ড পোস্ট করে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! আল্লাহ আপনাকে শান্তিতে রাখুন। আমিন।” তাছাড়া অভিনেত্রী সাবিলা নূর, অভিনেতা ইরফান সাজ্জাদ, সমাপ্তি মাসুকসহ অনেকে শোক প্রকাশ করেছেন।
ঢাকা/শান্ত