শাকিবকে ‘জ্ঞানের লাইব্রেরি’ বললেন জোভান
শাকিবের সঙ্গে জোভান আহমেদ
ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খানকে ‘জ্ঞানের লাইব্রেরি’ বলে মন্তব্য করেছেন ছোট পর্দার তরুণ অভিনেতা জোভান আহমেদ। একটি টিভি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।
এ আলাপচারিতায় সঞ্চালক জানতে চান, কিছুদিন আগে আপনি মেগাস্টার শাকিব খানের সঙ্গে দেখা করেছেন। সেখানে আরো বেশ কয়েকজন অভিনেতা ছিলেন। মেগাস্টারের কাছ থেকে কী কী উপদেশ পেলেন?
এ প্রশ্নের জবাবে জোভান আহমেদ বলেন, “হি ইজ লাইব্রেরি অব নলেজ। তার অভিজ্ঞতা বিস্তৃর্ণ। তার সাথে ৫-১০ মিনিট সময় কথা বলা পর্যাপ্ত নয়। আপনি যদি ভাগ্যবান হন, আপনি যদি তার সঙ্গে অন্তত ১ ঘণ্টা কথা বলার সময় পান, তাহলে বলব, আপনি সত্যি অনেক ভাগ্যবান।”
উচ্ছ্বাস প্রকাশ করে জোভান আহমেদ বলেন, “উনার সঙ্গে যদি এক ঘণ্টা কথা বলার সময় পাওয়া যায়, তাহলে আর কিছু লাগে না! উনার সঙ্গে আমার এটা প্রথম সাক্ষাৎ ছিল। উনার সামনে ২০-৩০ মিনিট ছিলাম। এই পুরোটা সময় মুগ্ধ হয়ে উনার কথা শুনেছি। কিন্তু আমি একটা কথাও বলতে পারি নাই। কারণ মুগ্ধ হয়ে উনার কথা শুনেছি। বললাম না, ‘হি ইজ লাইব্রেরি অব নলেজ’। তার যে অভিজ্ঞতা, তা এই প্রজন্মের কেউ টপকাতে পারবে না। এটি অসাধারণ একটি মিটিং ছিল।”
জোভান আহমেদের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের বড় একটি অংশ তার মন্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। কেউ কেউ জোভানকে আক্রমণ করে মন্তব্য করছেন। আবার অনেকে শাকিব খানকে আক্রমণ করে মন্তব্য করতেও দ্বিধাবোধ করছেন না।
গত বছরের জুনের দিকে শাকিব খানের সঙ্গে দেখা করেন জোভান। সেই সাক্ষাতে মেগাস্টারের সঙ্গে ছবিও তুলেছিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায়ও পোস্ট করেছিলেন। এ নিয়ে জোভান আহমেদ বলেছিলেন, “আমাদের হঠাৎ করেই একটি আয়োজনে দেখা হয়। সেখানে সিয়াম, শরীফুল রাজ, তৌসিফ, মোস্তফা কামাল রাজ ভাইসহ অনেকেই ছিলেন। দেখা হওয়ার মনে হলো, একটি ছবি তুলে রাখি। মুহূর্তটা ধরে রাখতেই ছবিটি তোলা।”
ঢাকা/শান্ত