মগবাজারে বিস্ফোরণস্থলে অসংখ্য স্প্লিন্টার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন-অর রশীদ বলেছেন, রাজধানীর মগবাজারের ওয়ারলেস মোড়ে সেইন্ট মেরিস ইন্টারন্যাশনাল স্কুলের সামনে প্লাস্টিকের ড্রামে বিস্ফোরণ ঘটেছে। ঘটনাস্থল থেকে অসংখ্য স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। বোমাটি কারা, কী উদ্দেশ্যে এখানে রেখেছিল, সে বিষয়ে আমরা তদন্ত করছি।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
হারুন-অর রশীদ বলেন, বিস্ফোরক দ্রব্যটি ময়লার ড্রামের মধ্যে ছিল। ভেতর থেকে ময়লা বের করার সময় তা বিস্ফোরিত হয়। বোম্ব ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসেছিল। তারা স্প্লিন্টারগুলো আলামত হিসেবে নিয়ে গেছে। ড্রামটিতে শক্তিশালী বিস্ফোরণ হয়েছিল। চারজন মানুষ আহত হয়েছেন।
তিনি বলেন, একটা স্কুলের সামনে এটা কেন রাখা হয়েছিল, সেটা আমরা বের করার চেষ্টা করছি। ডিবির সঙ্গে সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থাও তদন্ত করছে। নাশকতার জন্য বিস্ফোরক রাখা হয়েছে কি না, তা এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মাকসুদ/রফিক
আরো পড়ুন