ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অরিত্রীর আত্মহত্যা: দুই শিক্ষিকার মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৪, ২৫ জুলাই ২০২৪   আপডেট: ০৯:১৮, ২৫ জুলাই ২০২৪
অরিত্রীর আত্মহত্যা: দুই শিক্ষিকার মামলার রায় আজ

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যায় প্ররোচনার মামলায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষিকার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ।  

বৃহস্পতিবার (২৫ জুলাই) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন। এর আগে ৫ বার পেছানো হয় রায় ঘোষণার তারিখ। 

মামলার দুই আসামি হলেন- নাজনীন ফেরদৌস ও জিনাত আক্তার। এখন তারা জামিনে আছেন। 

গত বছর ২৭ নভেম্বর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের তারিখ ২১ জানুয়ারি ধার্য করেন। ওই দিন রায় প্রস্তুত না হওয়ায় তা পিছিয়ে ৮ ফেব্রুয়ারি ঠিক করেন আদালত। কয়েক দফা পিছিয়ে সর্বশেষ ২৫ জুলাই রায় ঘোষণার তারিখ ঠিক করা হয়।

অরিত্রীর আত্মহত্যার ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বাবা দিলীপ অধিকারী বাদী হয়ে ২০১৮ সালের ৪ ডিসেম্বর মামলা দায়ের করেন।

২০১৯ সালের ২০ মার্চ এ দুই শিক্ষককে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার। ২০১৯ সালের ১০ জুলাই এ দুই শিক্ষকের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

মামলাটিতে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

ঢাকা/মামুন/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়