ঢাকা     শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পেঁয়াজ আমদানির অনুমতি বাড়াল সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০০, ১৩ ডিসেম্বর ২০২৫  
পেঁয়াজ আমদানির অনুমতি বাড়াল সরকার

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সরকার আমদানি অনুমতির পরিমাণ বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) থেকে প্রতিদিন ২০০টি করে আইপি (আমদানি অনুমতি) ইস্যু করা হবে। প্রতিটি আইপিতে আগের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজ আমদানির অনুমোদন থাকবে।

আরো পড়ুন:

আবেদনের শর্তাবলি আগের মতোই বহাল থাকবে। অর্থাৎ ১ আগস্ট থেকে যারা আইপির জন্য আবেদন করেছেন, কেবল তারাই পুনরায় আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক মাত্র একবারই আবেদন করার সুযোগ পাবেন।  

শুক্রবার (১২ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয়ের  সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ জাকির হোসেন বলেন, পেঁয়াজের বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে।

ঢাকা/এএএম/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়