ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথা ভাঙার ধারা অব্যাহত

আইসিসির নির্দেশ উপেক্ষা করে যুবা ক্রিকেটেও হাত মেলাল না ভারতের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:২১, ১৪ ডিসেম্বর ২০২৫
আইসিসির নির্দেশ উপেক্ষা করে যুবা ক্রিকেটেও হাত মেলাল না ভারতের অধিনায়ক

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর সাম্প্রতিক নির্দেশনা সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে সৌজন্যতার অভাব যেন ক্রিকেটের মাঠ থেকে মুছছেই না। সিনিয়র দলের মতো এবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও দেখা গেল একই ঘটনা। আজ রবিবার চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে প্রতিপক্ষ অধিনায়কের সঙ্গে হাত মেলানোর সৌজন্যতা এড়িয়ে গেলেন ভারত যুবা দলের অধিনায়ক।

ঘটনাটি ঘটে টসের সময়। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ফারহান ইউসুফের সঙ্গে সৌজন্যমূলক হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। টসে জেতার পর যখন ইউসুফ সঞ্চালকের সঙ্গে কথা বলার জন্য এগিয়ে যান, মাহাত্রে তখন নীরবে পেছনে দাঁড়িয়ে থাকেন। ইউসুফ তার কথা শেষ করে চলে যান, কিন্তু দুই অধিনায়কের মধ্যে কোনো সৌজন্য বিনিময় দেখা যায়নি।

আরো পড়ুন:

এই ঘটনাটি আরও বেশি তাৎপর্যপূর্ণ। কারণ কিছুদিন আগেই ক্রিকেটে রাজনৈতিক প্রভাব দূর করতে জুনিয়র পর্যায়ের ক্রিকেটারদের মধ্যে এমন আচরণের পুনরাবৃত্তি এড়াতে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনুরোধ করেছিল আইসিসি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, জুনিয়র ক্রিকেটে সৌহার্দ্য বজায় রাখতে আইসিসি এই বার্তা দিয়েছিল। তবে মাঠের এই ঘটনা প্রমাণ করে, আইসিসির সেই অনুরোধটি কার্যকর হয়নি।

বয়সভিত্তিক ক্রিকেটে এই অসৌজন্যতা সিনিয়র দলের তিক্ত ঘটনারই যেন প্রতিচ্ছবি। এর আগে এশিয়া কাপে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগার সঙ্গে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব একাধিকবার হাত মেলাতে রাজি হননি। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ এশিয়া কাপে ভারত-পাকিস্তান তিনবার মুখোমুখি হয়েছিল, কোনোবারই দুই অধিনায়কের মধ্যে হাত মেলানো হয়নি। এমনকি, এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভাপতি ও পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় ভারতের কাছে তিনি শেষ পর্যন্ত ট্রফি হস্তান্তরও করেননি।

যুবা পর্যায়েও এই ধারা বজায় থাকায় ক্রিকেটপ্রেমীরা হতাশ, যেখানে খেলাধুলার মূল ভিত্তি হলো সৌহার্দ্য এবং প্রতিপক্ষের প্রতি সম্মান।

হাত না মেলানোর মতো করে মাঠেও দাপট দেখিয়েছে ভারতের যুবারা। আগে ব্যাট করতে নেমে ৪৬.১ ওভারে তারা অলআউট হয় ২৪০ রানে। এরপর ৪১.২ ওভারে পাকিস্তানের যুবাদের মাত্র ১৫০ রানে অলআউট করে জয় তুলে নেয় ৯০ রানে। টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনালে এক পা দিয়ে রাখল ভারতের যুবারা। শেষ ম্যাচে তারা লড়বে দুর্বল প্রতিপক্ষ মালয়েশিয়ার বিপক্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়