ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট শুরু সোমবার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ১৪ ডিসেম্বর ২০২৫  
রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট শুরু সোমবার

‘রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৫, পাওয়ার্ড বাই এইস ডেভেলপার্স’ টুর্নামেন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবচেয়ে সফলতম ও পেশাদারিত্ব ধরে রাখা দল রংপুর রাইডার্সের পৃষ্ঠপোষকতায় বিএসজেএ ক্রিকেট টুর্নামেন্টের শুরু হবে আগামীকাল, ১৫ ডিসেম্বর সোমবার। টুর্নামেন্টের পাওয়ার্ড বাই স্পন্সর এইস প্রোপার্টিজ। কো-স্পন্সর হিসেবে আছে নাবিল গ্রুপ, একমি এবং ইস্পাহানি।

আরো পড়ুন:

বরাবরের মতো দেশের প্রতিষ্ঠিত ও স্বনামধন্য ৩২টি সংবাদমাধ্যম প্রতিষ্ঠানের অংশগ্রহণে হবে এবারের টুর্নামেন্ট।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের অডিটরিয়ামে হওয়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগ জয়ী অধিনায়ক কাজী নুরুল হাসান সোহান, রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম, স্টার নিউজের প্রধান নির্বাহী ও বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মো. মোখসেদুল কামাল ও একমি কনজিউমার  প্রোডাক্টস লিমিটেডের লেফট্যানেন্ট কর্নেল (অব.) ইঞ্জিনিয়ার মো. আলি রেজা।

এছাড়া বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশনের (বিএসজেএ) সভাপতি আরিফুর রহমান বাবু, সাধারণ সম্পাদক এস এম সুমন ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়হান আল মুঘনি মঞ্চে উপবিষ্ট ছিলেন।

স্বাগত বক্তব্যে টুর্নামেন্টের ফরম্যাট সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেন রায়হান আল মুঘনি। এরপর জার্সি উন্মোচন করেন অতিথিরা। পরে টুর্নামেন্টের ড্র ও  গ্রুপিং সম্পন্ন করেন বিএসজেএ-র যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত জোবায়ের।

নিজের বক্তব্যে নুরুল হাসান সোহান বলেন, ‘‘আমার কাছে মনে হয়, এটা খুব ভালো একটা উদ্যোগ। যত খেলা হবে। আমার মনে হয়, খেলার ভেতরে থাকলে মন থেকেও খুশি লাগে। আমি আশা করি, এরকম উদ্যোগ আরও বেশি দেখতে পাব ইনশাআল্লাহ।’’

রংপুর রাইডার্সের হেড অব অপারেশন্স তাসভির উল ইসলাম বলেছেন, ‘‘টুর্নামেন্টের সঙ্গে থাকতে পারে রংপুর রাইডার্স পরিবার গর্বিত। সাংবাদিকরা টুর্নামেন্টে খেলবেন। নিশ্চিতভাবেই আনন্দটা ছড়িয়ে যাবে। টুর্নামেন্টের সাফল্য কামনা করছি। এবং অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন।’’

বিএসজের সভাপতি আরিফুর রহমান বাবু বলেছেন, ‘‘বিএসজেএর আয়োজনে ক্রিকেট টুর্নামেন্টের জন্য সংবাদকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। সেই অপেক্ষা শেষ হলো। আমাদের সকল স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ। তারা আমাদের পাশে না থাকলে, সহযোগিতার হাত বাড়িয়ে না দিলে এই টুর্নামেন্ট সফল হতো না।’’

প্রথম দিনের খেলার সূচি (১৫/১২/২০২৫)
দৈনিক বাংলাদেশ প্রতিদিন- দৈনিক মানবজমিন ৯টা
সময় টিভি- দৈনিক নয়া দিগন্ত ৯টা
এটিএন বাংলা-ক্রিকফ্রেঞ্জি সকাল ১০টা
জাগো নিউজ-ডিবিসি সকাল ১০টা
চ্যানেল আই-দৈনিক কালবেলা ১১টা
টি স্পোর্টস- দৈনিক কালের কন্ঠ ১১টা
ডেইলি সান- দৈনিক দেশ রূপান্তর ১২টা
ডেইলি স্টার-দৈনিক ইনকিলাব ১২টা।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়