ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনাসদস্যের বাড়িতে শোকের মাতম

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৭, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৫
শান্তি মিশনে নিহত কুড়িগ্রামের দুই সেনাসদস্যের বাড়িতে শোকের মাতম

বামে মো. মমিনুল ইসলাম, ডানে শান্ত মন্ডল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে সন্ত্রাসী হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর দুই সদস্যের বাড়িতে শোকের মাতম চলছে। এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। 

শনিবার (১৩ ডিসেম্বর) আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। এদের মধ্যে শান্ত মন্ডল এবং মো. মমিনুল ইসলাম বীরের বাড়ি কুড়িগ্রাম জেলায়। শান্ত মন্ডল জেলার রাজারহাট উপজেলার ছাটমাধাই গ্রামের বাসিন্দা। অন্যদিকে মো. মমিনুল ইসলামের বাড়ি উলিপুর উপজেলার উত্তর পান্ডুল গ্রামে। 

পরিবারের ছোট সন্তানের নিহতের সংবাদে কান্নায় ভেঙ্গে পড়েছেন শান্তর মা এবং তার পরিবারের সদস্যরা। শান্ত মন্ডলের বাবা মৃত সাবেক সেনাসদস্য নুর ইসলাম মন্ডল। তার বড় ভাই সোহাগ মন্ডলও সেনাবাহিনীর সদস্য। তার স্ত্রী দিলরুবা আক্তার বৃষ্টি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে পারিবারিক সূত্রে জানা গেছে। দুবছর আগে তাদের বিয়ে হয়েছিল। 

শান্ত ২০১৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করেন। এরপর চলতি বছরের নভেম্বরে শান্তি মিশনে সুদানে যান। সেখানে বিদ্রোহীদের বোমার আঘাতে প্রাণ হারান তিনি। দেশের গর্বিত এই সেনাসদস্যের মরদেহ এক নজর দেখতে আকুতি জানান তার মা ও প্রতিবেশীরা।

শান্ত মন্ডলের মা সাহেরা বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, ছেলের মরদেহ যেন দেশে ফিরিয়ে আনা হয়। ছেলেকে এক নজর দেখতে চান তিনি।

এ বিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান জানান, মিশনে সুদানে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শান্ত মন্ডলের নিহতের ঘটনা তিনি শুনেছেন। কিন্তু এখনও কোন চিঠি পাননি। চিঠি পেলে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি। 

একই মিশনে নিহত মো. মমিনুল ইসলাম বীর দুই কন্যা সন্তানের জনক। তার চাকরির বয়স ১৭ বছর ৫ মাস বরে পারিবারিক সূত্রে জানা গেছে। মমিনুলের মৃত্যুতে তার পরিবারসহ গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

ঢাকা/সৈকত

সর্বশেষ

পাঠকপ্রিয়