ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বরগুনায় ১০২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৭, ১৪ ডিসেম্বর ২০২৫  
বরগুনায় ১০২ কেজি হরিণের মাংসসহ শিকারি আটক

বরগুনার পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১০২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ সময় হরিণ শিকারে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।

তার নাম লিটন (৪৯)। তিনি উপজেলার কাঠালতলী এলাকার বাসিন্দা মো. রুস্তম আলীর ছেলে।

কোস্ট গার্ড জানায়, রবিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাথরঘাটা কোস্ট গার্ড স্টেশনের একটি দল। এ সময় ১০২ কেজি হরিণের মাংসসহ লিটনকে আটক করা হয়। জব্দকৃত মাংস ও লিটনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, ‘‘বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়