ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শীর্ষ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৫
শীর্ষ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেবে পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর শীর্ষ জুলাই যোদ্ধাদের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। অনেকে হুমকি পেয়েছেন। হাদির ঘটনার পর শীর্ষস্থানীয় জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।

আরো পড়ুন:

তিনি বলেছেন, হাজার হাজার জুলাই যোদ্ধার নিরাপত্তা ব্যক্তি পর্যায়ে বা আলাদা করে নিশ্চিত করা প্রায় অসম্ভব। তবে, হাদির মতো যারা নিরাপত্তা ঝুঁকিতে আছেন অথবা গান পয়েন্টে আছেন, তাদের নিরাপত্তা জোরদারের ব্যবস্থা করা হচ্ছে। 

এস এন মো. নজরুল ইসলাম বলেন, আমরা অপরাধীকে শনাক্ত করেছি। তাকে ধরতে পুলিশের পাশাপাশি সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। তথ্য প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। আমরা আশা করছি, আসামি গ্রেপ্তার হবে। সে পালিয়ে গেছে কি না, এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে, অপরাধী যেখানেই পালিয়ে থাকুক না কেন, আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব। রাজধানী ঢাকাসহ দেশের পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযান অব্যাহত আছে।  এসব অভিযানে ইতোমধ্যে দুজন সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঢাকা/এমআর/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়