‘বিপদে আমার দরজা খোলা থাকে, তারাই আমাকে বিপদে ফেলে চলে যায়’
স্পষ্টভাষী ও স্বাধীনচেতা মানসিকতার জন্য ঢালিউডে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন চিত্রনায়িকা পরীমণি। পর্দার আলো–আঁধারের বাইরে বাস্তব জীবনেও নানা আলোচনা ও সমালোচনার মধ্য দিয়ে নিজেকে নতুনভাবে দাঁড় করিয়েছেন। সময়ের সঙ্গে সঙ্গে দর্শকের কাছে পরীমণি এখন শুধু একজন অভিনেত্রী নন—তিনি একজন সংগ্রামী নারী, সফল উদ্যোক্তা এবং মমতাময়ী মা।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‘কৃতঘ্নতা’ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন পরীমণি। তার ইঙ্গিত, যাদের বিপদে তিনি পাশে দাঁড়িয়েছেন, তারাই শেষ পর্যন্ত তাকে বিপদের মুখে ফেলে দূরে সরে গেছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে পরীমণি কারো নাম উল্লেখ না করলেও অনুভূতির কথা স্পষ্ট করে তুলে ধরেন। এ অভিনেত্রী তার পোস্টে লেখেন, “মানুষের সমস্ত বিপদে শুধু আমার দরজাই সবার জন্য খোলা থাকে। ঠিক তারাই আমাকে বিপদে ফেলে দিয়ে চলে যায়।”
তবে এ ধরনের অভিজ্ঞতা তাকে ভেঙে দেয়নি। বরং নিজের মানবিকতা ও বিবেক নিয়ে তিনি এখনো দৃঢ়—সে কথাও তুলে ধরেন ওই লেখায়। পরীমণির ভাষায়, “আমি আর বদলাতে পারি নাই। না আমার মনুষ্যত্ব, না আমার বিবেক। তার জন্যই আল্লাহ আমাকে তোমাদের মতো মানুষকে সাহায্য করার মতো সমর্থ দিয়েছেন। আলহামদুলিল্লাহ।”
এদিকে, ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করলেও কাজের জায়গায় থেমে নেই পরীমণি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। পাশাপাশি ‘গোলাপ’ নামে আরেকটি সিনেমা খুব শিগগির শুটিং ফ্লোরে যাওয়ার কথা রয়েছে, যেখানে তার বিপরীতে অভিনয় করবেন নিরব হোসেন।
ঢাকা/রাহাত/শান্ত