ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

সমুদ্র সৈকতে বিধ্বস্ত প্রেমিক

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০১, ১ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সমুদ্র সৈকতে বিধ্বস্ত প্রেমিক

বিধ্বস্ত প্রেমিক সিনেমার দৃশ্য

রাহাত সাইফুল : ৬ জুলাই, সোমবার থেকে সমুদ্র সৈকত কক্সবাজারে শুরু হবে বিধ্বস্ত প্রেমিক সিনেমার গানের দৃশ্যায়ন। মোস্তাফিজুর রহমান বাবুর নির্মিতব্য এ সিনেমাটি ৬ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত কক্সবাজারে দ্বিতীয় লটের শুটিং হবে বলে নির্মাতা সূ্ত্রে জানা গেছে।

এ সিনেমায় কাজী মারুফের বিপরীতে অভিনয় করছেন পুষ্পিতা পপি, অরিন। এ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন মারুফ-পুষ্পিতা পপি। সিনেমাটির চিত্রনাট্য লিখছেন- কাজী হায়াৎ।

সিনেমা প্রসঙ্গে কাজী মারুফ রাইজিংবিডিকে বলেন, ‘৬ জুলাই থেকে ১৩ জুলাই পর্যন্ত এ সিনেমার চারটি গানের শুটিং করব। এর পর ঢাকায় ফিরবে।’

সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি সাধারণত সমাজের বিভিন্ন অসংগতির প্রেক্ষাপটের গল্পের সিনেমায় অভিনয় করি। এ সিনেমাটি বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে ঘিরে খুব সুন্দর একটি কাহিনি নিয়ে নির্মিত হচ্ছে।’

পুষ্পিতা পপি রাইজিংবিডিকে বলেন, ‘এ সিনেমায় আমাকে একজন স্টাইলিস্ট মেয়ের চরিত্রে দেখা যাবে। বিদেশ থেকে বাংলাদশে আসি। সিনেমাটির গল্পও অনেক ভালো লেগেছে। এটি একটি অ্যাকশন ঘরনার সিনেমা। আশাকরি, দর্শকদেরও ভালো লাগবে।’

বিধ্বস্ত প্রেমিক সিনেমাটি গান থাকবে মোট পাঁচটি। এর মধ্যে একটি আইটেম গানও থাকবে। গানগুলোতে কণ্ঠ দেবেন পড়শী, আরেফিন রুমি, মনির খান, বেবি নাজনিন। চলতি বছরের ১৩ জুন আশুলিয়ায় সিনেমাটির প্রথম লটের শুটিং শুরু হয়।

চিত্রনায়ক কাজী মারুফ বর্তমানে বিধ্বস্ত প্রেমিক সিনেমাটি ছাড়াও ছিন্নমূল, শোধ প্রতিশোধবেপরোয়া প্রেমিক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন।


 


রাইজিংবিডি/ঢাকা/১ জুলাই ২০১৫/রাহাত/শান্ত

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়