ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এমপি পদ হারাবেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ২৫ জুলাই ২০২৪   আপডেট: ১২:৩১, ২৫ জুলাই ২০২৪
এমপি পদ হারাবেন কঙ্গনা?

কঙ্গনা রণৌত

অভিনেত্রী কঙ্গনা রণৌত এখন সংসদ সদস্য বা এমপি। হিমাচলের মান্ডি থেকে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু তার জয়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছের একজন। প্রশ্ন উঠছে তবে কি এমপি পদ হারাতে চলেছেন কঙ্গনা? এদিকে মামলার আবেদনের প্রেক্ষিতে হিমাচল প্রদেশ হাইকোর্ট বুধবার কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য, আবেদনকারীর লায়াকরাম নেগি আদালতকে জানিয়েছেন, তিনি মান্ডি লোকসভা কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং অফিসার অবৈধ ভাবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন।

আরো পড়ুন:

এখন মান্ডি লোকসভা কেন্দ্রের পুরো নির্বাচনী প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

হিমাচলের কিন্নরের বাসিন্দা নেগি সাবেক সরকারি কর্মচারি। এ ক্ষেত্রে মনোনয়নপত্রের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে তার ‘কোনও বকেয়া নেই’ বলে শংসাপত্র জমা দিতে বলা হয়েছিল। নেগির দাবি, নিয়ম মেনেই তিনি তার কাগজপত্র জমা দিয়েছিলেন। কিন্তু এরপরে এক দিনের মধ্যে তাকে বিদ্যুৎ, পানি এবং টেলিফোন দপ্তরের ‘বকেয়া নেই’ সংক্রান্ত শংসাপত্র জমা দিতে বলা হয়। এবং সেগুলো পেশের সময় না দিয়েই মনোনয়ন বাতিল করা হয়।

মনোনয়ন জমা দেওয়ার একদিন পরেই প্রয়োজনীয় কাগজ জমা দিযেছিলেন বলে দাবি করেছেন নেগি। তিনি বলছেন, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার তা গ্রহণ করেননি।

উল্লেখ্য, ‘কুইন অব বলিউড' খ্যাত কঙ্গনা রনৌতকে মান্ডি লোকসভা আসন থেকে প্রার্থী করেছিল বিজেপি। নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ছয় বারের নির্বাচিত কংগ্রেস মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের পুত্র বিক্রমাদিত্য।  নির্বাচনে ৭৪৭৫৫ ভোট পেয়ে সংসদের আসনে বসেন কঙ্গনা রনৌত।

/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়