কিশোরীবেলার দুঃসহ স্মৃতি জানালেন কঙ্গনা
বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম
কঙ্গনা রনৌত
“আমার সব বন্ধুর ঋতুস্রাব হয়েছিল। আমার তখনও হয়নি। মা খুব চিন্তায় পড়ে গিয়েছিলেন।লোকে বিভিন্ন কথা বলতো। আমার বাবা-মা বেশ অস্বস্তিতে পড়ে যান।’’— একটি সাক্ষাৎকারে কিশোরীবেলার এই স্মৃতিকথা বলেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত।
তিনি আরও বলেন, ‘‘সেই সময়ে পুতুল খেলতে ভালোবাসতাম। মা ভাবলো পুতুল নিয়ে পড়ে থাকি বলেই ঋতুস্রাব শুরু হতে দেরি হচ্ছে। মা একদিন আমার পুতুল ছুড়ে ফেলে দিলেন।’’
কঙ্গনা রনৌত কথা উঠে এসে সমাজ বাস্তবতার এক চিত্র। মেয়েদের সঠিক সময়ে ঋতুস্রাব না হলে অনেক কথা শুনতে হতো। এমনকি অনেকে ব্যঙ্গ করে নানা কথা বলতো।
উল্লেখ্য, কঙ্গনার শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ইমার্জেন্সি’। এই সিনেমার পরিচালকও তিনি নিজেই। সিনেমায় অভিনয়ের পাশাপাশি তিনি রাজনীতিতেও এসেছেন। এখন তিনি বিজেপি সংসদ সদস্য।
ঢাকা/লিপি